প্রতিবেদন : দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রস্তুতি শেষ পর্যায়ে। তার আগে সৈকত শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্নে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত, পরিবহণ, সেচ, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও আরও কয়েকটি দফতরের সচিবরা। সেই সঙ্গে ছিলেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের অধিকর্তা ও হিডকোর এমডি। সূত্রের খবর, মূল অনুষ্ঠানে থাকবেন আড়াইশো ভিভিআইপি এবং ১২ থেকে ১৪ হাজার অতিথি। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দল নৃত্য পরিবেশন করবেন।
আরও পড়ুন-রেশন বন্টনে স্বচ্ছতা আনতে নতুন অ্যাপ
দিঘায় ভিড় সামলাতে ২৮ এপ্রিল থেকেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ২৯ ও ৩০ এপ্রিল মন্দিরের তিন থেকে চার কিলোমিটারের মধ্যে কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই সময়ে যাঁরা দিঘায় গাড়ি নিয়ে যেতে চান, তাঁদের ২৮ এপ্রিল দুপুর ৩ টের মধ্যে পৌঁছে যেতে হবে। তিনি নিজেও ওই সময়ের মধ্যে পৌঁছে যাবেন। ২৯ ও ৩০ এপ্রিল সৈকত শহরে কোনও গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ২৯ তারিখ হবে মহাযজ্ঞ। ৩০ তারিখ জগন্নাথ ধামের উদ্বোধন হবে।