সংবাদদাতা, দিঘা : সমুদ্র ছাপিয়ে দিঘার এখন মূল আকর্ষণ জগন্নাথধাম। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গিয়েছে এই তীর্থক্ষেত্রের দ্বার। আর এরপর থেকেই কাতারে কাতারে মানুষ জগন্নাথ-দর্শনে ভিড় জমিয়েছেন। রবিবার সকাল থেকেই ছুটির আমেজে পর্যটক থেকে স্থানীয়রা জগন্নাথ-দর্শনে এসেছেন। লম্বা লাইন পড়ে যায় প্রবেশপথে। পুলিশ-প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন-খড়্গপুর আইআইটির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
৬ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং সাত নম্বর গেট দিয়ে বেরোনোর ব্যবস্থা করা হয়েছে। এমনিতেই সপ্তাহান্তে অতিরিক্ত ভিড় হয় দিঘায়। এবার জগন্নাথধাম বাড়তি আকর্ষণ। তাতেই রবিবার দিনভর ভিড়ের চাপ সামলাতে হিমশিম পুলিশ প্রশাসনও। কেউ এসেছেন বর্ধমান থেকে, কেউ নদিয়া বা কলকাতা থেকে। সকাল থেকে নজরদারিতে মন্দিরচত্বরে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। ভক্তদের যাতে কোনও অসুবিধে না হয় সে-ব্যাপারে খোঁজখবর নেন। জেলাশাসক জানান, ১০ লক্ষ ছাড়িয়ে গেছে দর্শনার্থীর সংখ্যা। রবিবারে আরও ৫০ হাজার ছাড়াবে। মন্দির ঘিরে সকলের উদ্দীপনা তুঙ্গে। মন্দিরের সামনে বসেছে ডালার দোকান। পুজো দেবার জন্য দর্শনার্থীরা সেখান থেকে কিনছেন মিষ্টান্ন। মিষ্টি সরবরাহ করতে কার্যত হিমশিম খাচ্ছেন দোকানিরা। দক্ষিণেশ্বর থেকে দিঘায় এসে স্টল দিয়েছেন জগন্নাথ মাইতি। জানান, যেভাবে মানুষ আসছে তাতে মিষ্টি শেষ। দক্ষিণেশ্বর থেকেই আমাদের সব মিষ্টি আনতে হচ্ছে। এত পরিমাণ বিক্রি হচ্ছে যে ঠিকভাবে সরবরাহ করা যাচ্ছে না!