সকলের ধর্মীয় অনুভূতিকে মর্যাদা দিয়েই জগন্নাথধাম, বার্তা মুখ্যমন্ত্রীর

উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে তত সেজে উঠছে দিঘার জগন্নাথধাম। দফায় দফায় পরিদর্শন করছেন জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা

Must read

সংবাদদাতা, দিঘা : উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে তত সেজে উঠছে দিঘার জগন্নাথধাম। দফায় দফায় পরিদর্শন করছেন জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। মন্দির ঘিরে সাধারণ মানুষের আবেগ ও উন্মাদনা তুঙ্গে। মঙ্গলবার মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান ও সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান থেকে জগন্নাথধাম নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরীর মন্দির যেমন সমুদ্রের ধারে, দিঘার সমুদ্রের ধারেও তেমন জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে। যেটা চওড়ায় আরও একটু বড় হচ্ছে।’

আরও পড়ুন-তোকে মারব না, যা মোদিকে গিয়ে বল, ভূস্বর্গে রক্তের স্রোত, পর্যটকদের ভিড়ে মিশেই হামলার ছক করেছিল জঙ্গিরা

উদ্বোধনের দিন বাড়তি ভিড় এড়াতে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রী সেকথা মঞ্চ থেকে জানিয়ে দেন সকলকে। উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিতে সোমবার বিকেলে মন্দিরচত্বর ঘুরে দেখে গিয়েছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর দল নৃত্য পরিবেশন করবে। মঙ্গলবার থেকেই মূল রাস্তায় যাবতীয় রংবাহারি আলো লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। চন্দননগর থেকেও বিশেষ চোখধাঁধানো আলো আনা হয়েছে। সেই আলোতে জগন্নাথ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর ছবিও রাখা আছে। এছাড়াও মন্দিরের সামনের ফাঁকা অংশে সবুজ ঘাসের কার্পেট বিছানোর কাজ চলছে জোরকদমে। মন্দিরের সামনে রাস্তার ওপারে নেচার পার্ক সম্পূর্ণভাবে প্রস্তুত। সুউচ্চ চৈতন্যদ্বারের কাজও শেষ পর্যায়ে। প্রস্তুত জগন্নাথধাম ঘাট। মন্দিরের আশেপাশে যেসব বহুতল রয়েছে সেগুলোর কোথায় ওয়াচ টাওয়ার করা হবে সেগুলো চিহ্নিত করা হচ্ছে।

Latest article