উদ্বোধনের আগেই ঘাটে ভেসে এল জগন্নাথমূর্তি

মন্দির উদ্বোধনের কয়েক দিন আগে এই ধরনের ঘটনায় কার্যত বিস্মিত সকলে। জানা গিয়েছে, জোয়ারের জলে ওই মূর্তিটি ভেসে আসে এদিন।

Must read

সংবাদদাতা, দিঘা : রবিবাসরীয় দিঘায় অলৌকিক ঘটনা। ছুটির দিনে জমজমাট সৈকতে জগন্নাথের লীলা দেখলেন পর্যটকেরা। অক্ষয়তৃতীয়ায় সাধারণের জন্য দিঘায় খুলে যাবে ধর্মক্ষেত্র জগন্নাথ মন্দিরের দ্বার। তার আগে আশ্চর্যজনকভাবে রবিবার বিকেলে দিঘার নির্মীয়মাণ জগন্নাথঘাটে আচমকা ভেসে আসতে দেখা গেল কাঠের জগন্নাথমূর্তি। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় সৈকতে। পরে ঘাট নির্মাণের এক কর্মী সমুদ্র থেকে পাড়ে নিয়ে আসেন মূর্তিটিকে। তা দেখতে ভিড় জমান পর্যটকেরা।

আরও পড়ুন-ঘাসেই আজ গুজরাট জয়ের ছক

মন্দির উদ্বোধনের কয়েক দিন আগে এই ধরনের ঘটনায় কার্যত বিস্মিত সকলে। জানা গিয়েছে, জোয়ারের জলে ওই মূর্তিটি ভেসে আসে এদিন। বর্তমানে জগন্নাথ মন্দিরের সোজা জগন্নাথঘাট নির্মাণের কাজ চলছে। সেই ঘাটেই মূর্তিটি ভেসে আসে। নির্মাণকর্মী মঙ্গল রানা মূর্তিটিকে তুলে নিয়ে আসেন। জানান, জোয়ারের সময় মূর্তিটিকে হঠাৎ দেখতে পাই। পাড়ে নিয়ে এসেছি। কীভাবে এল আমরা জানি না।

Latest article