সংবাদদাতা, দুর্গাপুর : গত কয়েক বছর কোভিডের আতঙ্কে থমকে গিয়েছিল জীবনের স্বাভাবিক ছন্দ। বন্ধ হতে বসেছিল শিল্পশহরের হৃদস্পন্দন নানান উৎসব আনন্দের ঢেউ। সেই আতঙ্ক কাটিয়ে ফের ছন্দে ফিরেছে জীবন। গত তিন বছর প্রায় কোমায় থাকা আনন্দ-অনুষ্ঠান আবার নতুন করে প্রাণ পেয়েছে। এ বছর আবার মহাধুমধাম সহকারে পালিত হতে চলেছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ইস্পাতনগরীর রাজেন্দ্রপ্রসাদ অ্যাভিনিউস্থিত জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও রাজীব গান্ধী স্মারক ময়দানে যথানিয়মেই পালিত হতে চলেছে রথাযাত্রা উৎসব। মন্দিরপ্রাঙ্গণ থেকে ভক্তেরা রথ টেনে নিয়ে যাবেন রাজীব গান্ধী ময়দানে।
আরও পড়ুন-মাননীয় রাজ্যপাল কি গোঘাটের এই ঘটনা দেখতে পাচ্ছেন, মনোনয়ন তুলতে তৃণমূলপ্রার্থীকে মার
সেখানেই গুণ্ডিচা মন্দির অর্থাৎ অস্থায়ী মাসির বাড়িতে সুভদ্রা ও বলরামজির সঙ্গে সাতদিন থাকবেন জগন্নাথদেব। রথযাত্রা উপলক্ষে প্রতিবছরই বসে বিশাল মেলা। কয়েক হাজার রকমারি দোকান ছাড়াও সার্কাস, নাগরদোলা, মওত কি কুয়া, মিনি চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি থাকে বাড়তি আকর্ষণ। প্রতিদিনই থাকে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা সাংস্কৃতিক সংগঠনের ধর্মীয় নানান অনুষ্ঠান, প্রবচন পাঠ, হরিনাম সংকীর্তন, বাউল, নাটক ইত্যাদি। মেলা চলে প্রায় একমাস, যা এলাকার অর্থনীতিতেও ফেলে ইতিবাচক প্রভাব।