বইমেলার সেরা স্টলের পুরস্কার জাগোবাংলার

Must read

প্রতিবেদন : ভাবনা মুখ্যমন্ত্রীর। থিম মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা (Jago Bangla) স্টল ৪৬তম বইমেলার সেরা পুরস্কার ছিনিয়ে নিল। নিঃসন্দেহে জাগোবাংলা (Jago Bangla) পরিবারের কাছে এই পুরস্কার আনন্দের এবং কৃতজ্ঞতা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাবনা ছিল বাংলার সর্বজনীন দুর্গোৎসব। আজ যা বিশ্বজনীন। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেয়েছে দুর্গোৎসব। আর সেই বিষয়টি মাথায় রেখেই মণ্ডপের আদলে তৈরি হয়েছিল স্টলটি। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, অন্যদিকে বইপ্রেমীদের বসার জায়গা। একদিকে বই আড্ডা, অন্যদিকে গোল করে আড্ডা। প্রতিদিন বিকেল থেকে রাত মানুষের আনাগোনায় উপচে পড়েছে মণ্ডপ। শিল্পীদের অনুষ্ঠান শুনতে ভিড় জমিয়েছেন বইপ্রেমীরা। মুখ্যমন্ত্রীর লেখা বইগুলি কিনতে মানুষের উৎসাহ ছিল নজরকাড়া। ইতিমধ্যে বহু বই বেস্ট সেলার তকমা পেয়েছে। দুর্গাপ্রতিমাকে ব্যাকড্রপে রেখে ছবি তোলার জন্যেও মানুষ ছিলেন উৎসাহী। মণ্ডপে তো বটেই, মেলায় বহু মানুষের হাতে হাতে ঘুরেছে দৈনিক জাগোবাংলা। যার হাতে বইমেলার সেরা স্টলের পুরস্কার।

আরও পড়ুন- সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ঝাঁঝরা প্রেমকুমার, অত্যাচারীদের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল

Latest article