জাগো বাংলা পথ গ্রন্থাগার, উদ্বোধনে সুদীপ-কুণাল

Must read

প্রতিবেদন : গত একুশ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন থেকে নবরূপে পথ চলা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা। দৈনিক পত্রিকা জন্মের পর থেকেই রাজ্যজুড়ে উল্কার গতিতে তার পাঠক সংখ্যা বাড়ছে। শুধু পার্টির নেতা, মন্ত্রী, কর্মী-সমর্থকরা নয়, জাগো বাংলা রাজ্যের রাজনৈতিক সচেতন সাধারণ মানুষের কাছেও খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ফলস্বরূপ রাজ্যে একাধিক জাগো বাংলা স্ট্যান্ড তৈরি হয়েছে।

আরও পড়ুন :ত্রিপুরার জন্য তৃণমূল, দলের নয়া কর্মসূচি

শুক্রবার তৃতীয়ার দিন উদ্বোধন হলো জাগো বাংলা পথ গ্রন্থাগার বা রোড লাইব্রেরির। মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকায় এই জাগো বাংলা পথ গ্রন্থাগারের উদ্বোধন হয়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-এর নেতৃত্বে এবং মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন অভিনব গ্রন্থাগারকে সাধুবাদ জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা। এই পথ গ্রন্থাগারে শুধু জাগো বাংলা দৈনিক পত্রিকা নয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই পাওয়া যাবে। জাগো বাংলা পুজো সংখ্যাও এই গ্রন্থাগারে এলে পাবেন আপনি।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, চৌরঙ্গী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রেহেনা খাতুন, মৌসুমি দে, সঞ্চিতা মণ্ডল, সোমা চৌধুরী, রীতা চৌধুরী, রাজেশ খান্না, মহম্মদ জসিমুদ্দিন, সরদার আমজাদ আলী, সত্যেন্দ্রনাথ দে, বিশ্বরূপ দে -সহ তৃণমূল নেতৃত্ব।

 

Latest article