প্রতিবেদন : কলকাতা বইমেলায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’র স্টল বরাবর আকর্ষণীয় হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সর্বোপরি এবারে এই স্টলের থিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া। মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের জাগোবাংলা স্টলের থিমটা আমার করে দেওয়া। মা-মাটি-মানুষ থিম। তার সঙ্গে রাখা হয়েছে মাটির বাড়ি ও সেখানে কুলুঙ্গি। তার মধ্যে বই রাখা হয়েছে। আগেকার দিনে যেমনটা থাকত। এ-ছাড়াও একটা অর্জুন গাছ রাখা হয়েছে। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাওয়া যাবে জাগোবাংলা স্টলে ঢুকলেই। এদিন বিকেলে জাগোবাংলা স্টলের উদ্বোধন করে পুরোটা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখা বই-সহ একাধিক বই দিয়ে সাজানো হয়েছে স্টল। সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন যাঁর তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই স্টল। মুখ্যমন্ত্রীকে পুরোটা দেখিয়ে এক-একটি জিনিস ব্যাখ্যা করেন দোলা।
আরও পড়ুন-এমকম, বিটেক পাশ দুষ্কৃতী! বেআব্রু বিজেপির যোগীরাজ
প্রতি বছরের মতো এবছরও প্রতিদিন বিকেল-সন্ধ্যায় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে জাগোবাংলা স্টলে। এবারও দলের সর্বস্তরের নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সাধারণ মানুষের ঢল নামবে জাগোবাংলার স্টলে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…