অমর্ত্য নিয়ে সরব সাংসদ জহর

সাংসদের মন্তব্য, বিশ্বভারতীর উপাচার্য এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের পৈতৃক সম্পত্তি নিয়ে।

Must read

প্রতিবেদন : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে কেন্দ্রের নীরবতায় বিস্মিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। বৃহস্পতিবার এবিষয়ে একরাশ ক্ষোভ ঝরে পড়েছে তাঁর কথায়। সরাসরি প্রশ্ন তুলেছেন কেন্দ্রের ভূমিকা নিয়ে। তীব্র সমালোচনা করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে সরব চন্দ্রিমা

সাংসদের মন্তব্য, বিশ্বভারতীর উপাচার্য এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের পৈতৃক সম্পত্তি নিয়ে। উপাচার্য নোবেলজয়ীর সঙ্গে যে ব্যবহার করছেন তা অমার্জনীয়। অশান্তি তৈরি করার জন্যই তাঁকে এখানে পাঠানো হয়েছে। বিশ্বভারতীর অনেক উপাচার্য দেখেছি, এমন দুর্ব্যবহার কারও মধ্যে দেখিনি। বৃহস্পতিবার বিশ্ব শান্তি সমঝোতা দিবসের এক অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে এই মনোভাব প্রকাশ করেন জহর সরকার। তাঁর বক্তব্য, রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হচ্ছে না।

Latest article