জেডিএ-র তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা জয়গাঁর

কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে জয়গাঁও উন্নয়ন পর্ষদ ঠিক সময়ে ভাঙন রোধে বাঁশ, বালির বস্তা ইত্যাদি দিয়ে সেই ভাঙন আটকে দেয়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেডিএ এবং প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেল জয়গাঁর বিস্তীর্ণ এলাকা। গত কয়েক দিনের প্রবল বর্ষণ, তার উপর ভুটান পাহাড় থেকে নেমে আসা জল ও কাদামাটির স্রোতে বিপর্যস্ত হয়ে পড়েছিল জায়গাঁর ঝরনাবস্তি, ডারাগাঁও প্রভৃতি এলাকা। ঝরনাবস্তিতে প্রায় দেড়শো মিটার পাকা রাস্তা ঝোরার জলে বিলীন হয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি হয় যে, যে কোনও সময় ঝোরার জলে রাস্তার পাশে থাকা বাড়িঘর ভেঙে ভেসে যাওয়ার উপক্রম হয়।

আরও পড়ুন-ডেঙ্গুর উপসর্গে বদল, চিন্তিত চিকিৎসকেরা

কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে জয়গাঁও উন্নয়ন পর্ষদ ঠিক সময়ে ভাঙন রোধে বাঁশ, বালির বস্তা ইত্যাদি দিয়ে সেই ভাঙন আটকে দেয়। তারপর বৃহস্পতিবার সকাল থেকে আর্থমুভার নামিয়ে ঝরনা ঝোরার মধ্যে থেকে ভেসে আসা বলি-পাথর সরিয়ে নাব্যতা ঠিক করা হয়। পাশাপাশি সাময়িকভাবে এই পরিস্থিতিতে যেন ভাঙন আর না হয়, তার জন্য অস্থায়ী গার্ডওয়াল তৈরির কাজও শুরু করেছে জেডিএ। এদিনের ঝরনাবস্তিতে কাজ পরিদর্শন করতে যান জয়গাঁ অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল মানেক। তিনি এই দুর্যোগে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের জন্য, তাঁদের ধন্যবাদ জানান।

Latest article