গত দুমাসেরও বেশি সময় ধরে ডাবল ইঞ্জিন সরকারের মণিপুরে (Manipur Violence- TMC) ভয়াবহ সন্ত্রাস এবং নারী নির্যাতন চলছে। মৃত্যু হয়েছে দেড়শোরও বেশি মানুষের। এর প্রতিবাদে সোমবার পথে নামল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনী (Manipur Violence- TMC)। এদিন জয়হিন্দ বাহিনীর উদ্যোগে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে একটি ধিক্কার সমাবেশের আয়োজন করা হয়। তারপর হাজরা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে অ্যাকাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সি ও জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে।
আরও পড়ুন- মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে INDIA জোটের ধর্ণায় অভিষেক