আন্তর্জাতিক

যৌনহেনস্থার দায়ে কারাদণ্ড, লন্ডনের বাম চিকিৎসকের অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সভা ভন্ডুল করতে গিয়েছিলেন এই গুণধর

প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণের সময় অসভ্যতা করে একবার রাজ্যে তথা দেশের নাম ডুবিয়ে ছিলেন, ফের চরম নিন্দনীয় কাজ করে জেলে গিয়ে বাঙালির নাম ডোবালেন ডাক্তার অমল বসু। বছর পঞ্চান্নর এই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে মহিলা সহকর্মীদের লাগাতার যৌনহেনস্থার অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত গুণধরকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্রিটেনের আদালত। মহিলারা তাঁর কাছে তাজা মাংস— আদালতের শুনানিতে এমনই অভিযোগ তুলেছেন তাঁর সহকর্মী নার্স।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণের সময় চিৎকার করে অসভ্যতা করেছিলেন কিছু অতিবাম ও গেরুয়া সমর্থক। তাঁদের মধ্যে কয়েকজন অনাবাসী বাঙালি চিকিৎসকও ছিলেন। এই অমল বসু ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। অভয়াকে নিয়ে লোক দেখানো সহনুভূতি দেখানো চিকিৎসকের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ! এমনকী, তাঁর মহিলা সহকর্মীদের অভিযোগ, তিনি নারীশরীরকে ‘তাজা মাংস’ ছাড়া আর কিছুই মনে করেন না।

আরও পড়ুন-নির্বিঘ্নেই হবে দুর্গোৎসব, একাধিক নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

ল্যাঙ্কাশায়ার ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগ চিকিৎসার বিভাগীয় প্রধান অমলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বারবার জুনিয়র কর্মীদের নির্যাতন করেছিলেন তিনি। ২০২৩-এ লাগাতার অভিযোগের পরে তাঁকে বরখাস্ত করা হয়।
সব মিলিয়ে কমপক্ষে ১০ জন অমলের যৌন হেনস্থার শিকার। অস্ত্রোপচারের প্রস্তুতির সময় এক নার্সের স্তন খামচে ধরেছিলেন তিনি। আরেক মহিলা সহকর্মীর অভিযোগ ছিল, পেন খোঁজার নাম করে অমল তাঁর পকেটে হাত ঢুকিয়ে স্তন খামচে ধরে সেটিকে ‘তাজা মাংস’ বলে বিকৃত মন্তব্য করেন।
প্রিস্টন ক্রাউন কোর্টে বিচারক ইয়ান আনসওয়ার্থ অমলকে ‘সাদা পোশাকের আড়ালে থাকা এক যৌন শিকারি’ বলে বর্ণনা করেন। বলেন উচ্চ পদমর্যাদা ব্যবহার করে সহকর্মীদের ‘টার্গেট’ করতেন অমল। কৃতকর্মের কোনও প্রকৃত অনুশোচনা দেখা যায়নি এই চিকিৎসকের মধ্যে। ফলে আদালত তাঁকে ৬ বছরের সাজা শোনায়।
একসময় অভয়ার জন্য কুম্ভীরাশ্রু বইয়ে ছিলেন যাঁরা, তাঁদের অনেকের মুখ থেকেই মুখোশ খসে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় হেঁটেছেন। আর দেশের সম্মান ধুলোয় মিশিয়ে এইসব অমলেরা বিদেশের মাটিতে তাঁর সভা পণ্ড করতে গিয়েছিলেন। এখন এইসব ভেকধারী চিকিৎসকদের আসল রূপ প্রকাশ্যে আসছে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago