কাশ্মীরে নিকেশ জইশ কমান্ডার-সহ ৩ পাকিস্তানি জঙ্গি! সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। আখনুর সেক্টরের কেরি বট্টল এলাকায় শুক্রবার রাতে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন ভারতীয় সেনার জুনিয়র কমিসন্ড অফিসার কুলদীপ চাঁদ। শনিবার সকালে তিনি শহিদ হয়েছেন।
আরও পড়ুন- বিল নিয়ে ৩ মাসেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে, ঐতিহাসিক সুপ্রিম নির্দেশ
ভারতীয় সেনা বানচাল করেছে অনুপ্রবেশের ছক। সন্ত্রাসবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে M4 রাইফেল-সহ গোলাবারুদ। এখনও তল্লাশি অভিযান চলছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। যার মধ্যে জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহও রয়েছে। এই জঙ্গি গত এক বছর ধরে চেনাব ভ্যালিতে সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছিল।