লন্ডনে খালিস্তানিদের হাতে আক্রান্ত হলেন জয়শঙ্কর

বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কড়া প্রতিক্রিয়া, আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি।

Must read

প্রতিবেদন : আচমকা স্লোগানে যেন থতমত খেয়ে গেল ব্রিটিশ পুলিশও! ব্রিটেন সফরে গিয়ে লন্ডনে বুধবার রাতে খালিস্তান-সমর্থকদের হামলার মুখে পড়লেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর গাড়ির সামনেই খালিস্তানি পতাকা নিয়ে তুমুল বিক্ষোভ হল। ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলল বিক্ষোভকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে লন্ডনের পুলিশের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠেছে, বিক্ষোভের কোনও আগাম খবর কি ব্রিটিশ গোয়েন্দাদের কাছে ছিল না? এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

আরও পড়ুন-জাতিগত শংসাপত্র, নথি চেয়ে পাঠাল লালবাজার

বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কড়া প্রতিক্রিয়া, আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়। ঠিক কী হয়েছিল ঘটনাটা? জানা গিয়েছে, বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খবর পেয়ে কিছুটা দূরেই জড়ো হয়েছিল একদল খালিস্তান-সমর্থক। পুলিশের উপস্থিতিতেই তারা ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। বিদেশমন্ত্রী অনুষ্ঠান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আচমকাই এক ব্যক্তি তাঁর গাড়ির সামনে চলে আসে। ছিঁড়ে ফেলে ভারতের জাতীয় পতাকা। আরও কয়েকজন খালিস্তানপন্থী কনভয়ের কাছে পৌঁছে গিয়ে ভারত-বিরোধী স্লোগান তোলে। প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও শেষপর্যন্ত অবশ্য তাদের সরিয়ে দেয় পুলিশ। কিন্তু ব্রিটিশ পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছে বিভিন্ন মহল।

Latest article