লুক্সেমবার্গ: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বর্তমানে ছ’দিনের সফরে ইউরোপে রয়েছেন। মঙ্গলবার জয়শঙ্কর ছিলেন লুক্সেমবার্গে। সেখানে এক আলোচনাসভায় বক্তৃতার সময় দিল্লি-কারাকাস সম্পর্কের কথা তুলে ধরেন ভারতের বিদেশমন্ত্রী।
আরও পড়ুন-ভারতীয় পড়ুয়াদের হুমকি ট্রাম্পের
তিনি স্পষ্ট করে দেন, বহু বছর ধরে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেন, আমরা ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছি। আপনাদের সেটি দেখা উচিত। আমরা ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সব পক্ষকে আমাদের অনুরোধ, তারা যেন আলোচনায় বসে। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে ভেনেজুয়েলার সাধারণ মানুষের উপকার হয়। সেদেশের সাধারণ মানুষের সুরক্ষা অক্ষুণ্ণ থাকার বিষয়টিই আমাদের অগ্রাধিকার। জয়শঙ্কর আরও বলেন, ভেনেজুয়েলার সঙ্গে আমাদের বহু বছর ধরে খুব ভাল সম্পর্ক রয়েছে। পরিস্থিতি যে দিকেই যাক না কেন, আমরা চাই সেখানকার মানুষ ভাল থাকুক।

