জলজীবন মিশন প্রকল্প , বাঁকুড়ায় বৈঠকে সেচমন্ত্রী

মন্ত্রী জানান, দুটো ভাগে বাঁকুড়া জেলায় কাজ চলছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার বাঁকুড়া (Bankura) সার্কিট হাউসে জলজীবন মিশনের কাজ পর্যালোচনা করেন সেচ মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। মন্ত্রী জানান, দুটো ভাগে বাঁকুড়া জেলায় কাজ চলছে।

আরও পড়ুন-কুলতলিতে ৬২ দিনে মৃত্যুদণ্ড, একমাসে দুই চরম শাস্তির নজির, ধর্ষণ-খুনে ৬১ দিনে ফাঁসির সাজা

২২টি ব্লকের মধ্যে ১৮টিতে জলজীবন মিশন এবং মেজিয়া, গঙ্গাজলঘাটি, ইন্দপুর ও তালডাংরায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। কিছু কিছু এজেন্সি ঠিকঠাক কাজ না করায় কাজের অগ্রগতি সেভাবে হচ্ছে না। জেলাশাসক প্রতি সপ্তাহে কাজের পর্যালোচনা করছেন। বৈঠকে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, জেলা সভাধিপতি অনসূয়া রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও আধিকারিকেরা।

Latest article