জলপাইগুড়ি জেলা বইমেলা শুরু হল

ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে এই বইমেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই জেলা মেলার সূচনা হয়

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হল জলপাইগুড়ি জেলা বইমেলা। বৃহস্পতিবার দুপুরে ৩৪তম জলপাইগুড়ি জেলা বইমেলার উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক। ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে এই বইমেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই জেলা মেলার সূচনা হয়।

আরও পড়ুন-আইএসআই যোগ স্বীকার ধৃত গুড্ডুর, টোটো চালানোর ফাঁকে নজরদারি সেনাছাউনিতে

কলকাতা ও বিভিন্ন জায়গার প্রকাশকেরা বই নিয়ে হাজির। প্রতিদিন সন্ধ্যায় বইমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান করবেন। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, বিধায়ক খগেশ্বর রায়, মহুয়া গোপ, ভারতী রায়, লক্ষ্যমোহন রায় প্রমুখ। প্রথম দিনেই বইপ্রেমীদের বেশ ভিড় ছিল।

Latest article