জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পেল অনুমোদন, চলতি শিক্ষাবর্ষেই শুরু পঠনপাঠন

উদ্বোধনের প্রায় দু’বছর পর পঠনপাঠনের অনুমতি মিলল। চলতি বছরেই এই মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু হচ্ছে জেনে আনন্দিত উত্তরের বাসিন্দারা

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চলতি শিক্ষাবর্ষেই চালু হবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পঠনপাঠন। ন্যাশানাল মেডিক্যাল কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুমোদন পত্র মিলেছে। প্রাথমিকভাবে ১০০ জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস শুরু হবে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশের পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া।

আরও পড়ুন-আমেরিকার কেন্টাকি প্রদেশে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৫

এই বিষয়ে স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডাঃ সুশান্ত রায় জানিয়েছেন, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছাত্র ভর্তির ছাড়পত্র মিলেছে। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্যও নেওয়া হয়েছে ব্যবস্থা। ১৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল ছিল। হাসপাতালে শয্যা বৃদ্ধির পাশাপাশি ১৪০ জনের বেশি ডাক্তার এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজের জন্য নিয়োগ করা হয়েছে। প্রায় ৫০০ জন নার্সিং স্টাফও নেওয়া হয়েছে। ফলে রোগীরা আরও দ্রুত পরিষেবা পাচ্ছেন। উল্লেখ্য, ২০২০ সালেই এই হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন। উদ্বোধনের প্রায় দু’বছর পর পঠনপাঠনের অনুমতি মিলল। চলতি বছরেই এই মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু হচ্ছে জেনে আনন্দিত উত্তরের বাসিন্দারা।

Latest article