আগামী সপ্তাহ থেকে প্লাস্টিক মুক্ত শহর হবে জলপাইগুড়ি

শতাব্দীপ্রাচীন এই পুর এলাকায় প্লাস্টিক নিয়ে এখনও সচেতন হয়নি সাধারণ মানুষ বলে ক্ষোভপ্রকাশ করলেন চেয়ারপার্সন পাপিয়া পাল।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী সপ্তাহ থেকেই প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামছে জলপাইগুড়ি পুরসভা। শতাব্দীপ্রাচীন এই পুর এলাকায় প্লাস্টিক নিয়ে এখনও সচেতন হয়নি সাধারণ মানুষ বলে ক্ষোভপ্রকাশ করলেন চেয়ারপার্সন পাপিয়া পাল। আগেও বহুবার প্লাস্টিক-বর্জন নিয়ে পুর এলাকার মানুষ এবং দোকানদারদের সচেতন করার জন্য প্রচারাভিযান চালানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

আরও পড়ুন-জটিল অস্ত্রোপচারে নিজের পায়ে মালদহের সানাউল

প্রচারাভিযান চালানো এবং সামান্য জরিমানা করার পর কিছুদিন দোকানদার এবং সাধারণ মানুষ সেই নিয়ম পালন করত। তারপর আবার পুরোনো জায়গায় ফিরে আসে। তাই এবার পুলিশকে নিয়ে চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান ও পুর আধিকারিকরা অভিযান চালাবে জলপাইগুড়ি পুরসভা। প্রথমে বড় দোকানগুলিতে হানা দেওয়া হবে। পরে বিভিন্ন ওয়ার্ডে পাড়ার সমস্ত দোকানে। এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন পাপিয়া। প্রথমে বড় অঙ্কের জরিমানা করা হবে। তারপরে আইনি পদক্ষেপ। কিছুটা ক্ষোভের সুরেই তিনি বলেন, কড়া পদক্ষেপ না নিলে কোনওভাবেই জলপাইগুড়িকে প্লাস্টিকমুক্ত করা যাবে না। তাই আগামী সপ্তাহ থেকেই লাগাতার অভিযান চলবে। পাশাপাশি মানুষকে সচেতনও করা হবে যাতে তাঁরা প্লাস্টিক বর্জন করেন।

Latest article