সংবাদদাতা, জলপাইগুড়ি : চলতি বছরে পুজোর আগেই এলইডি লাইটে সেজে উঠবে গোটা জলপাইগুড়ি পুর এলাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো এই কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। বুধবারই পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে এই কাজের জন্য সবুজ সঙ্কেত মিলেছে। অর্থ দফতরের থেকে এদিনই দু’কোটি ছত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
আরও পড়ুন-মেডিক্যাল কলেজে নতুন ওটি ও মহিলা ওয়ার্ড
বুধবার এই খবর জানান জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। মূলত পুরসভার বিদ্যুৎ বিল কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য পুরসভার পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। এমনকী বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হয়েছিলো। তারপরই মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে ঘোষণাও করেছিলেন যে, জলপাইগুড়ি শহরকে এলইডি লাইট দিয়ে সাজিয়ে তোলা হবে। এতে যেমন আলো বেশি হবে তেমনই বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে। পুর এলাকার ২৫টি ওয়ার্ডেই এই লাইট লাগানো হবে। শহরের কোনও জায়গাতেই আর টিউবলাইট এবং ভেপার লাইট থাকছে না।
আরও পড়ুন-আজ ঘরের মাঠে ফিরছে ইস্টবেঙ্গল
পুর এলাকায় মোট ৪২০০টি এলইডি লাইট লাগানো হবে। এই কাজের জন্য আগেই টেন্ডার করা হয়েছিল, অপেক্ষা ছিল শুধু অর্থের। বুধবার অর্থ দফতর থেকে অর্থ বরাদ্দ হওয়ায় খুব দ্রুত এই কাজ শুরু হবে। কলকাতার একটি সংস্থা এই কাজের বরাত পেয়েছে বলে জানান পুরসভার চেয়ারপার্সন। আগামী কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হবে, বরাতপ্রাপ্ত সংস্থার হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। এই লাইট লাগানো হলে অনেকটা পরিমাণ অর্থ পুরসভার কোষাগার থেকে বাঁঁচবে বলেও জানান পুর চেয়ারপার্সন পাপিয়া পাল।