সংবাদদাতা, জলপাইগুড়ি : আজ শনিবার থেকে শুরু হচ্ছে উত্তরের সর্ববৃহৎ শৈব তীর্থ জল্পেশ মেলা। শিবরাত্রী উপলক্ষে প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলাপরিষদের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। শনিবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী দশ দিন। মেলায় বিভিন্ন সরকারি দফতরের ৪০টি স্টল বসবে, বেসরকারি স্টল বসবে প্রায় ৫০০টি বলে জানান জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) তেজস্বী রানা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরের প্রস্তুতি শুরু
প্রতি বছর এই মেলায় পার্শ্ববর্তী জেলা, রাজ্য এবং নেপাল, ভুটান থেকেও মানুষ আসেন। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী এই মেলার জল্পেশ মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত থাকবেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ অন্য আধিকারিকরা। মেলায় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্বে এই মেলার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোয়াতেন থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এই মেলাকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে।