ঐতিহ্যবাহী জল্পেশ মেলা শুরু হল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : শুরু হল জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জল্পেশ মেলা (Jalpesh Mela), শনিবার। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, আদিবাসী কল্যাণ রাষ্ট্রমন্ত্রী বুলুচিক বড়াইক, শিলিগুড়ির পুরপ্রধান গৌতম দেব, জেলা পরিষদ সভাধিপতি উত্তরা বর্মন-সহ জেলার বিভিন্ন আধিকারিকরা। প্রথমে ফিতে কেটে মেলাপ্রাঙ্গণের উদ্বোধন করেন উদয়ন, তারপর সরকারি স্টলের ফিতে কাটেন। সেখান থেকে মূল মঞ্চে চলে যান অতিথিরা। প্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন অতিথিরা। জেলা পরিষদের উদ্যোগে এই মেলা পরিচালিত হয়। যদিও আগে মন্দির কমিটিই পরিচালনা করত। পরে বাম আমলে মেলার দায়িত্ব নেয় জেলা পরিষদ। প্রায় ৩০০ বছরের পুরনো এই মেলাকে (Jalpesh Mela) ঘিরে বেশ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে এলাকার মানুষের মনে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে মৃত্যু

Latest article