সংবাদদাতা, আলিপুরদুয়ার : জলস্বপ্ন প্রকল্প রূপায়ণে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলায় জোরকদমে কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গে জলস্বপ্নে সব থেকে বেশি কাজ হয়েছে আলিপুরদুয়ারে। এবার কাজের গতিকে আরও বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিল জেলা প্রশাসন। প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে আরও ৪৫টি ডিপিআর তৈরির কাজ শুরু হল।
আরও পড়ুন-এটিকে তুলুন, সবিনয়ে গোয়েঙ্কাদের জানাল মোহনবাগান
পাশাপাশি আগামীকাল থেকে পিএইচই-র তত্ত্বাবধানে দ্বিতীয় ব্যাচের আশাকর্মীদের জলপরীক্ষার প্রশিক্ষণ শুরু হচ্ছে। এ-ছাড়াও সৃষ্টিশ্রী প্রকল্পের মাধ্যমে এই প্রথম প্লাম্বার, ফিটারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ওরা জলস্বপ্ন প্রকল্পে কাজে লাগতে পারে। আলিপুরদুয়ারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার পরিবারে পানীয় জলের লাইন পৌঁছে গিয়েছে। ৩৩ হাজার নতুন সংযোগের কাজ চলছে। ৭০ কোটি টাকার বেশি খরচ হচ্ছে নতুন সংযোগের জন্য। এ-ছাড়াও ১৪ হাজার নতুন সংযোগ করা হবে। প্রায় ৪০ শতাংশ কাজ শেষ। দেড় বছরের মধ্যে জেলার বাকি প্রায় ২ লক্ষ পরিবারে জল পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন-রাজ্যে আরও সুফল বাংলা স্টল
চা-সুন্দরী প্রকল্প রয়েছে যে চা-বাগানে সেখানেও জলের কাজ প্রায় শেষ। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে সার্ভে চলছে। ২০২৪-এর আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছনোর চেষ্টা চলছে। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, ‘প্রতিটি লাইন ডিপার্টমেন্ট, ব্লক প্রশাসন-সহ সকলের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করছি। আশা করছি দ্রুত সফলতা পাব।’