জলস্বপ্ন প্রকল্প বদলে দিচ্ছে জেলাকে

পশ্চিম মেদিনীপুর জেলায় জলস্বপ্ন প্রকল্পের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান এবং সেচ ও জলপথ মন্ত্রক বসল বৈঠকে, সোমবার।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় জলস্বপ্ন প্রকল্পের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান এবং সেচ ও জলপথ মন্ত্রক বসল বৈঠকে, সোমবার। বৈঠকে মন্ত্রী মানস ভুঁইয়া ছাড়াও ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, সিএমওএইচ সৌম্যশঙ্কর সারেঙ্গি, জেলা পরিষদ সভাধিপতি, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, অতিরিক্ত জেলাশাসকগণ, পিএইচই দফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমুখ। বৈঠক থেকে জানা যায়, ২০২১ সালে জলস্বপ্ন প্রকল্পের আওতায় ছিলেন জেলার ৬ শতাংশ মানুষ, যা ২০২৪-এ বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। প্রকল্পের কাজ সম্পূর্ণ এবং সুস্থভাবে রূপায়ণের জন্য সমস্ত জমির চিহ্নিত করে হস্তান্তর করা হয়েছে। দেখা গিয়েছে, কয়েকটি এজেন্সির পারফরম্যান্স বেশ ভাল। যেগুলোর খারাপ তাদের সতর্ক করা হয়েছে। জলের কল ১০,০০০ থেকে ৩.৯৭ লক্ষে উন্নীত হয়েছে। উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাম্প হাউসের সংখ্যাও। ২০২১-এ ছিল ১০টি, এখন ৩৮৫। বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য পাইপলাইন ২০২১-এ ছিল ৬৮০ কিলোমিটার, বর্তমানে ১১৪০০।

আরও পড়ুন-২৪ রোগী কল্যাণ সমিতির নয়া সদস্যদের নাম ঘোষণা

মানস কড়া নির্দেশ দিয়েছেন, তিন মাসের মধ্যে ১০০ শতাংশ পাম্প হাউসের কাজ শেষ করতে হবে। অবৈধ কলের সংযোগ আটকাতে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত ও জেলা পরিষদের সমস্ত প্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন, ২১টি ব্লকে নিয়মিত ফিল্ড ভিজিট করে কাজের মান এবং গতি খতিয়ে দেখার। প্রতি মাসে পর্যালোচনা বৈঠক করারও নির্দেশ দিয়েছেন তিনি। সবং ব্লকে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৮৩ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। যা রাজ্যে এক নজির আগামী দিনে পথনাটিকা, দেওয়াল লিখন, প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে তার আইইসি ক্যাম্পেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest article