জামা মসজিদ

প্রবল সমালোচনা ও বিতর্কের পর জামা মসজিদে মহিলাদের প্রবেশ নিয়ে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল মসজিদ কর্তৃপক্ষ।

Must read

প্রবল সমালোচনা ও বিতর্কের পর জামা মসজিদে মহিলাদের প্রবেশ নিয়ে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের শাহি ইমাম মৌলানা সৈয়দ আহমেদ বুখারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নির্দেশিকা জারির পরই শাহি ইমামের সঙ্গে কথা বলেন দিল্লির উপরাজ্যপাল সাক্সেনা।

আরও পড়ুন-শ্রদ্ধা খুনের পাঁচ ছুরি উদ্ধার

প্রসঙ্গত, জামা মসজিদে মহিলাদের প্রবেশ নিয়ে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে মসজিদের জনসংযোগ আধিকারিকের দফতর। তাতে বলা হয়, মহিলারা একা মসজিদে প্রবেশ করতে পারবেন না। পরে অবশ্য সেই নির্দেশিকার ব্যাখ্যাও দেওয়া হয়। বলা হয়, মহিলাদের প্রবেশ সে অর্থে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। মহিলারা মসজিদে প্রবেশ করতেই পারেন। তবে তাঁদের আসতে হবে স্বামী বা পরিবারের লোকজনের সঙ্গে। একা আসা যাবে না। এরপরই বাধে বিতর্ক৷

Latest article