২৫ বই নিষিদ্ধ করল জম্মু-কাশ্মীর প্রশাসন

বিচ্ছিন্নতাবাদকে মদত দেওয়ার অভিযোগ এনে জম্মু ও কাশ্মীর হোম ডিপার্টমেন্ট সম্প্রতি এক নির্দেশে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে।

Must read

প্রতিবেদন: বিচ্ছিন্নতাবাদকে মদত দেওয়ার অভিযোগ এনে জম্মু ও কাশ্মীর হোম ডিপার্টমেন্ট সম্প্রতি এক নির্দেশে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এই তালিকায় অরুন্ধতী রায়, এ জি নুরানি, সুগত বোস এবং অন্যান্য বিশিষ্ট লেখকের লেখা ২৫টি বইয়ের প্রকাশনা রয়েছে। লেফটেন্যান্ট-গভর্নর মনোজ সিনহার নির্দেশে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই বইগুলি বিচ্ছিন্নতাবাদ প্রচার করে জম্মু ও কাশ্মীর সম্পর্কে একটি মিথ্যা আখ্যান তৈরি করেছে।

আরও পড়ুন-শুল্কবৃদ্ধির জেরে লাভের গুড় খেতে চলেছে অন্য একাধিক দেশ

সরকারের অভিযোগ, এই ধরনের সাহিত্য তরুণদের মনে নেতিবাচক প্রভাব তৈরি করে ভিকটিমাইজেশন এবং সন্ত্রাসমুখী বীরত্বের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়েছে যে, এধরনের বই ঐতিহাসিক তথ্য বিকৃত করে, সন্ত্রাসবাদীদের মহিমান্বিত করে, নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে, ধর্মীয় মৌলবাদকে উৎসাহিত করে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করে। সরকারের এই পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৫২, ১৯৬, ১৯৭ ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৯৮ ধারা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ বইগুলির তালিকায় রয়েছে এ জি নুরানির মতো বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞের লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৬-২০১২’, সুমন্ত্র বোসের ‘কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস’ এবং ‘কন্টেস্টেড ল্যান্ডস’, অরুন্ধতী রায়ের ‘আজাদি’ এবং সাংবাদিক অনুরাধা ভাসিনের ‘এ ডিসম্যান্টলেড স্টেট’। এছাড়াও রয়েছে হাফসা কানজওয়ালের ‘কলোনাইজিং কাশ্মীর’, হেলি ডুশিনস্কির ‘রেসিস্টিং অকুপেশন ইন কাশ্মীর’ এবং ভিক্টোরিয়া স্কোফিল্ডের ‘কাশ্মীর ইন কনফ্লিক্ট’ এর মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত বই।

Latest article