সন্ত্রাস শঙ্কা নিয়েই খুলছে কাশ্মীরের ১২ পর্যটনকেন্দ্র! বন্ধ হামলা-স্থল বৈশরণ ভ্যালি

Must read

পাঁচ মাস আগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এখনও মানুষের মনে রয়েছে। বৈশরণ ভ্যালিতে পাক জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছিল ২৫ জন পর্যটক ও এক স্থানীয় গাইডের। ভারত তার পাল্টা জবাব অপারেশন সিন্দুরের মাধ্যমে দিয়েছিল। ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। দিন কয়েক আগে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পরই ১২ পর্যটন কেন্দ্র খোলার কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের (jammu and kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে যেখানে জঙ্গি হামলা হয়েছিল অর্থাৎ বৈশরণ ভ্যালি এখনই খুলছে না। কিন্তু কেন এই পর্যটন কেন্দ্রটি খোলা হল না? আবার হামলা হওয়ার সম্ভাবনা কি রয়েছে সেই জায়গাতেই?

আরও পড়ুন- নিজের লেখা গানের মাধ্যমে পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যে জায়গাগুলি খোলা হবে তার মধ্যে কাশ্মীরে (jammu and kashmir) রয়েছে — আরু ভ্যালি, রাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাড পার্ক, পদশাহী পার্ক, কামান পোস্ট-সহ আরও কয়েকটি কেন্দ্র। জম্মুতে খুলছে দাগান টপ, রামবান, কাঠুয়ার ঢাগ্গর, রেয়াসির শিবগুহাসহ কয়েকটি স্থান।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। হামলার পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু-কাশ্মীরের ৫০ টি পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছিল। তবে আবার নতুন করে ছন্দে ফিরেছে ভূস্বর্গ। ফের এই রাজ্যে পর্যটনশিল্পকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Latest article