প্রতিবেদন : আইএসএলে ফের হারের স্বাদ পেল মহামেডান স্পোর্টিং। সোমবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ১-৩ গোলে হেরেছে আন্দ্রে চেরনিশভের দল। এই হারের সুবাদে ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগের ১২ নম্বরেই আটকে রইল মহামেডান (Mohammedan SC)। অন্যদিকে, জামশেদপুর আবার শেষ তিন ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরল। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে খালিদ জামিলের দল আপাতত সাতে।
একে তো আগের ম্যাচে বেঙ্গালুরু কাছে হার, তার উপরে কার্ড সমস্যায় দুই বিদেশি তারকা অ্যালেক্সিস স্যাঞ্চেজ ও মিরজালল কাশিমভ এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। ফলে কিছুটা ব্যাকফুটে থেকেই সোমবার মাঠে নেমেছিল মহামেডান। যদিও শুরুটা বেশ ইতিবাচক ভাবে করেছিলেন চেরনিশভের ফুটবলাররা। প্রথম ছয় মিনিটের মধ্যে গোটা দুয়েক কর্নারও আদায় করেছিলেন মানজোকি-ফ্রাঙ্কারা। প্রাথমিক ঝড় সামলে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে জামশেদপুরও। তবে দু’দলই প্রচুর মিস পাস করছিল। ফলে কোনও আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। একটা সময় তো রীতিমতো এলোমেলো ফুটবল খেলেছে দুটো দল।
আরও পড়ুন-কড়া নিরাপত্তায় রাজ্যে শুরু ডাক্তারি পরীক্ষা
বিরতির মিনিট দশেক আগে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন মহামেডানের ডিফেন্ডার গৌরব বরা। মাঠে নামেন সদ্য ফিট হওয়া জোসেফ আদজাই। প্রথমার্ধের শেষদিকে প্রায় গোল হজম করে বসেছিল মহামেডান। কিন্তু কর্নার থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দেন জামশেদপুরের স্টেফান ইজে। বিরতির সময় ফল ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মহম্মদ শানানের অসাধারণ গোলে পিছিয়ে পড়ে মহামেডান। ৫৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে তীব্র গতিতে মহামেডান (Mohammedan SC) বক্সের কাছাকাছি পৌঁছে ডান পায়ের অসাধারণ শটে জাল কাঁপান তিনি। শানান বল ধরার আগে ফাউল হয়েছিল বলে দাবি করেছিলেন মহামেডানের ফুটবলাররা। যদিও রেফারি তাতে কান দেননি। ৬১ মিনিটে গোলকিপার ভাস্কর রায়ের ভুলে ফের পিছিয়ে পড়ে মহামেডান। জাভি হার্নান্দেজের হেড তাঁর হাত ফসকে বেরোতেই ছোঁ মেরে বল জালে পাঠান জাভি সিভেরিও। ৭৯ মিনিটে সেটপিস থেকে বল পেয়ে ৩-০ করেন ইজে। ৮৮ মিনিটে মহামেজানের হয়ে ব্যবধান কমান মহম্মদ ইরশাদ। যদিও তাতে পরাজয় এড়ানো যায়নি। খেলার একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন মহামেডানের ফ্রাঙ্কা।