আজ যুবভারতীতে সামনে জামশেদপুর, চোট নিয়ে ভাবছেন না মোলিনা

জয়ের হ্যাটট্রিকের পর ভুবনেশ্বরে গিয়ে ওড়িশার কাছে আটকে যাওয়া। এরপর আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আইএসএলে ফিরছে মোহনবাগান।

Must read

প্রতিবেদন : জয়ের হ্যাটট্রিকের পর ভুবনেশ্বরে গিয়ে ওড়িশার কাছে আটকে যাওয়া। এরপর আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আইএসএলে ফিরছে মোহনবাগান। শনিবার যুবভারতীতে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের। জিতলে বেঙ্গালুরু এফসি-কে পয়েন্টে ধরে ফেলে শীর্ষে ওঠার সুযোগ। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট মোহনবাগানের। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট বেঙ্গালুরুর। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাইয়ের চোট সবুজ-মেরুনের সমস্যা বাড়াতে পারে।

আরও পড়ুন-দামের ছ্যাঁকা খাচ্ছি আমরা, অথচ মোদি সরকার মূল্যবৃদ্ধি নিয়ে ভাবিত নয়

ওড়িশার বিরুদ্ধে আগের ম্যাচেই গ্রেগের অভাব ভালভাবে বোঝা গিয়েছে। আজ জামশেদপুরের বিরুদ্ধেও স্কটিশ তারকা প্লে-মেকারকে পাবে না মোহনবাগান। চোট থেকে অনেকটা মুক্ত হলেও গ্রেগকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিচ্ছে না দল। রক্ষণে আশিস রাইও নেই। তাঁর জায়গায় দীপেন্দু বিশ্বাসের মতো কাউকে রাইট ব্যাকে খেলানো হতে পারে। কিংবা আলবার্তো রডরিগেজ, টম অলড্রেড এবং শুভাশিস বোসকে নিয়ে তিন ডিফেন্ডারে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মোলিনা অবশ্য টিম সামনে আনতে চান না। বরং বাগানের স্প্যানিশ কোচ চোট-আঘাত নিয়ে ভাবতে নারাজ। সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা বললেন, ‘‘চোট আঘাত খেলার অঙ্গ। তবে আমার দলে প্রত্যেক বিভাগেই খেলার মতো পর্যাপ্ত ফুটবলার রয়েছে। যেমন আপুইয়া না থাকলে তার জায়গায় গ্লেন মার্টিন্স, অভিষেক রাজবংশী, দীপক টাংরির মতো ফুটবলার রয়েছে। দীপক আবার রক্ষণেও খেলতে পারে। চোট, কার্ড সমস্যা এগুলো থাকেই। এ সব নিয়ে অজুহাত দিতে চাই না।’’ একটা স্বস্তি, অনিরুদ্ধ থাপা ফিট হয়ে শনিবার মাঠে নামার জন্য তৈরি। ম্যাচের আগের দিনও পুরোদমে অনুশীলন করেন ভারতীয় মিডফিল্ডার। ওড়িশা ম্যাচে গ্রেগের জায়গায় খেলেছিলেন দিমিত্রি। এই ম্যাচে আরও ভাল ফুটবল খেলে ঘরের মাঠে দলকে জয় এনে দিতে চান অস্ট্রেলীয় তারকা। তাঁর সঙ্গে জেমি ম্যাকলারেন আপফ্রন্টে থাকবেন।

আরও পড়ুন-মেয়েদের মন মেয়েদের দাবি

চেন্নাইয়িনের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখায় জামশেদপুরের ডাগ আউটে থাকবেন না কোচ খালিদ জামিল। তবে তাঁর তৈরি করা রণনীতিতেই দল খেলবে। সহকারী কোচ স্টিভেন ডায়াস থাকবেন ডাগ আউটে। দিমি-জেমি জুটিকে থামিয়ে কলকাতা থেকে পয়েন্ট নিয়ে যেতে চায় খালিদের দল। এদিন মোহনবাগান অনুশীলনে ফুটবলাররা ছিলেন খোশমেজাজে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে মজে বাগানের অস্ট্রেলীয় বিশ্বকাপার ম্যাকলারেন। প্র্যাকটিসে আসেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে। দিমি-জেমির কাছে গোলের আবদার করেন সমর্থকেরা।

Latest article