খেলা

ছেলে ভারতের হয়ে খেলুক, চান জামশিদ

প্রতিবেদন : ডার্বিতে প্রথমবার খেলতে নেমেই হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন কিয়ান নাসিরি। ছেলের সাফল্যে গর্বিত বাবা জামশিদ। লাল-হলুদ জার্সি গায়ে বহু ডার্বি খেলেছেন। খেলেছেন মহমেডানের হয়েও। কিন্তু কখনও মোহনবাগানের হয়ে খেলা হয়নি জামশিদ নাসিরির। এখন ছেলে কিয়ানের সবুজ-মেরুন জার্সি গায়ে অভিষেক ডার্বিতে সাফল্যের পর জামশিদ বলছেন, ‘‘আমি ইস্টবেঙ্গল, মহমেডানের জন্য দায়বদ্ধ ছিলাম। কিয়ান মোহনবাগানের জন্য দায়বদ্ধ থাকুক। এটা সবে শুরু। এখন পা মাটিতে রাখতে হবে।”

আরও পড়ুন-বর্ষায় কলকাতার ম্যাচ সরতে পারে বেঙ্গালুরুতে একই ফরম্যাটে রঞ্জি, জানালেন সৌরভ

টুর্নামেন্টের মাঝে ছেলের সঙ্গে কথা বলেন না। নিজেকে অনুপ্রাণিত করার কাজটা ছেলে নিজেই করতে পারে বলে জানালেন জামশিদ। বাবার স্বপ্ন ছেলে ভারতের হয়ে খেলুক। বললেন, ‘‘আমি ওকে ছোটবেলা থেকে বলতাম ফুটবল খেললে বড় লক্ষ্য সামনে রাখতে হবে। জাতীয় দলের হয়ে খেলতে হবে। আমরা তো এখন ভারতীয়। আমি চাই কিয়ান ভারতের হয়ে খেলুক।”

বছর কয়েক আগে মোহনবাগানের ট্রায়ালে তৎকালীন কোচ কিবু ভিকুনার নজরে পড়ে গিয়েছিলেন কিয়ান। এর পর দ্রুত বদলে যায় জামশিদ-পুত্রের ফুটবল কেরিয়ার। সেই সময় কিয়ানকে মোহনবাগানে রাখার জন্য জামশিদকে যিনি জোর করেছিলেন সেই প্রাক্তন ফুটবলার বিদেশ বসু তখন সবুজ-মেরুনের ইউথ ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন। তিনি এদিন কিয়ানের সাফল্যে উচ্ছ্বসিত। বিদেশ বলেন, ‘‘ডার্বিতে প্রথম নেমেই হ্যাটট্রিক। কিয়ান ওর বাবার মুখ উজ্জ্বল করল। ও লম্বা রেসের ঘোড়া।”

Jago Bangla

Recent Posts

অভিষেক গেলেন সেবাশ্রয়-২ ক্যাম্পে

প্রতিবেদন : ডায়মন্ড হারবার এসডিও মাঠে সেবাশ্রয়-২-এর ক্যাম্প ঘুরে দেখলেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek…

18 minutes ago

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

34 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

1 hour ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

1 hour ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

3 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago