প্রতিবেদন : বিজেপির বিচ্ছিন্নতাবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে জঙ্গলমহলের মানুষ। তাঁরা উন্নয়নের পক্ষে রায় দেবেন বলে প্রত্যয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহল নিয়ে আগে প্রতি বছর ৭০০-৮০০ মানুষ খুন হত৷ কোনও মানুষ যেত না সেখানে৷ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় কেউ যেত না। একটা বাস চলত না৷ আমি তখন বিরোধী দলে ছিলাম। আমি যেতাম। এখন জঙ্গলমহল-সহ পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। সেই সঙ্গে পর্যটনের বিকাশ ঘটেছে।
আরও পড়ুন-২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট
নিজের জনসংযোগ যাত্রার কথা মনে করিয়ে বলেন, আমি ৪৫ দিন জনসংযোগ যাত্রা করেছিলাম। জঙ্গলমহলে করেছিলাম সেই যাত্রা। আমি আমলাশোল, লালগড়, নেতাই, বিনপুর, সাঁকরাইল, বাঘমুন্ডি, গিয়েছি। আমি বন্যা দেখতে গিয়েছি। ডিভিসি হঠাৎ হঠাৎ জল ছেড়ে দেয়। ওরা ড্রেজিং করে না। স্টেডিয়াম, স্পোর্টস অ্যাকাডেমি, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, নতুন জেলা সব করে দিয়েছি। তাঁর ঝাড়গ্রাম সফরের স্মৃতি উসকে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম আমি ঝাড়গ্রাম সফর করেছি। আমি পায়ে হেঁটে গিয়েছি অনেকটা ওদের সাহস জোগাতে। বোলপুর থেকে আউশগ্রাম আসার সময়ে এক বাচ্চা বলেছিল, স্কুলে যাওয়ার জন্য জুতো নেই। আমি ওখান থেকে শিক্ষামন্ত্রীকে ফোন করে বলেছিলাম, প্রাথমিকে সব শিশু জুতো পাবে। উত্তর-পশ্চিমাঞ্চলকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। এটা আমার হৃদয়ের মেলবন্ধন৷
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…