১০৮ পুণ্যতীর্থের জল, ১০০৮ নাড়ু! প্রথম জন্মাষ্টমীতে বিরাট আয়োজন জগন্নাথধামে

Must read

দিঘায় জগন্নাথধাম (jagannath dham digha) বাংলায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সৈকত শহরে এখন পর্যটকদের সংখ্যা বেড়েছে আরও। যারা দিঘায় যাচ্ছেন, একবার হলেও দর্শন করছেন জগন্নাথ মন্দিরেও। আর এবার প্রথম জন্মাষ্টমী উপলক্ষে বিরাট আয়োজন করা হচ্ছে মন্দিরে।

মধ্যরাত পর্যন্ত শনিবার বিশেষ উদযাপনের তোড়জোড় চলছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় অর্থাৎ ঠিক রাত ১২টায় সমগ্র মন্দির চত্বরের আলো নিভিয়ে দেওয়া হবে। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই রঙিন আলোয় সেজে উঠবে জগন্নাথধাম।

কী কী আয়োজন হচ্ছে
* মদনমোহন জিউয়ের অভিষেকের জন্য ১০৮ টি তীর্থক্ষেত্রের জল
* চলছে খোল-করতাল সহযোগে নাম সংকীর্তন
* ১০০৮ টি নাড়ু

আরও পড়ুন- স্টেডিয়াম, ক্রীড়াবিদদের কর্মসংস্থান থেকে পেনশন: ‘খেলা হবে দিবসে’ স্মরণ করিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, অভিষেকের

দিঘা জগন্নাথ ধাম (jagannath dham digha) ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আগেই। সারাদিন বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান চলবে। ভক্তদের জন্য রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

রথযাত্রার পর এবার প্রথম জন্মাষ্টমীতেও ভক্ত পর্যটকের ভিড় সামাল দিতে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। ইতিমধ্যে ২ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে মন্দির কমিটির সূত্রে খবর। শনিবার দিনভর চলবে বিশেষ পুজো-পাঠ। অন্যান্য দিন রাত্রি ৯ টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমীর বিশেষ পুজোতে রাত্রি ১২টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দ্বার। মাঝে দুপুর ১টা থেকে ৩টেপর্যন্ত জগন্নাথের বিশ্রামের জন্য মন্দির বন্ধ ছিল। বিকেল ৩টের পর থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মঙ্গল আরতি-পুজোপাঠ-নাম সংকীর্তন। রাত ১০টা থেকে সাড়ে এগারোটার মধ্যে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব অনুষ্ঠিত হবে। ১১:৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ৫৬ ভোগ নিবেদন করা। রাত্রি ১২ টায় দিঘার জগন্নাথ মন্দিরে মহাআরতি দর্শন করতে পারবেন ভক্তরা।

Latest article