মানবজনমে অনীহা, কুকুর হলেন টাকো

Must read

প্রতিবেদন: শখ মেটাতে মানুষ কী-ই না করে! কেউ সারা শরীরে ট্যাটু করেন। কেউ করেন পিয়ার্সিং। কেউ করেন মেকওভার। তবে চোখ কপালে তোলা কাণ্ড ঘটিয়েছে জাপানের এক যুবকের শখ। তিনি নিছকই খেয়ালের বশে নিজেকে সম্পূর্ণ কুকুরের মতো বদলে ফেলছেন। গল্প হলেও সত্যি! টাকো নামে ওই জাপানি (Japan) যুবকের মানবজনমে আপত্তি। ছোটবেলা থেকেই তার কুকুরের প্রতি টান। তাঁর নাকি কুকুরের মতো জীবনযাপন করতেও ভারী ভাল লাগে। কুকুর হতে চাওয়াই ছিল তাঁর প্রধান ও একমাত্র শখ। সেই শখপূরণও করে ফেলেছেন তিনি। নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর। না, অস্ত্রোপচার করে নিজের ভোলবদলের রাস্তায় হাঁটেননি টাকো। তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তারা টাকোকে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানিয়ে দেয়। দাম পড়েছে ২০ লক্ষ ইয়েন বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকা। টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও ফাঁকি ধরা না-পড়ে। আপাতত শখ পূরণ হয়েছে টাকোর (Japan, toco)। কুকুরের সেই পোশাক পরে রীতিমতো ঘোরাঘুরিও করছেন তিনি। কুকুরের মতোই জীবনযাপনও শুরু করেছেন। সেই সব ছবি-ভিডিও ছড়িয়ে দিয়েছেন ইউটিউবে।

আরও পড়ুন: মোদির ডিজিটাল ইন্ডিয়ায় আরও তীব্র লিঙ্গবৈষম্য

Latest article