জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

জাপানের ইতিহাসে প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি।

Must read

টোকিও : জাপানের ইতিহাসে প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে মঙ্গলবার পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছেন জাপানের ৬৪ বছর বয়সি এই নেত্রী। এদিন জাপানের নিম্নকক্ষে ভোটাভুটিতে সানায়ে তাকাইচি পেয়েছেন ২৩৭টি ভোট। অন্যদিকে জাপানের বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়োশিকোকো নোদা পান ১৪৯ ভোট। উচ্চকক্ষেও সানায়ের পক্ষেই যায় ১২৫টি ভোট। ফলাফল ঘোষণার পরেই সবাই অভিনন্দন জানিয়েছেন সানায়েকে। সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন-রবসনের মাথায় সুপার কাপ ডার্বি

গত মাসেই জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা। গত দু’টি নির্বাচনে জিততে পারেননি তিনি। যা নিয়ে এলডিপি-র মধ্যেই ইশিবাকে নিয়ে অসন্তোষ জন্মাচ্ছিল। গত জুলাইয়ে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালে ইশিবাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই এলডিপি জানিয়ে দেয়, কট্টরপন্থী সানায়েকে দলের নয়া নেত্রী নির্বাচন করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সানায়ে জাপানে নারী উন্নয়নে কী ভূমিকা পালন করবেন তাই দেখার। কারণ পার্লামেন্টে যেসব নারী উন্নয়নমূলক বিল আনা হয়েছে তার বিরোধিতা করেছিলেন সানায়ে। পিতৃতান্ত্রিক বলেও বিতর্ক আছে। সমকামী সম্পর্ক ও বিবাহেরও বিরোধিতা করেছেন তিনি।

Latest article