প্রতিবেদন : শাকিব আল হাসানের পরিবর্ত ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের অলরাউন্ডারের বদলে ইংল্যান্ডের মারকুটে ওপেনার জেসন রয়কে (Jason Roy) নিল কেকেআর (KKR)। তাঁকে দলে নিতে নাইটরা ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করল। ৯ এপ্রিল আমেদাবাদে নাইটদের ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সরাসরি আমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন জেসন। শাকিবকে দেড় কোটি টাকা দিয়ে নিলাম থেকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত থাকার জন্য আইপিএল চলাকালীন দীর্ঘ সময় তাঁকে পাওয়া যেত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শাকিবকে ছাড়তে চায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছেন তারকা অলরাউন্ডার। পরে আয়ারল্যান্ডে গিয়েও সিরিজ খেলবেন। তাই নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন শাকিব। তাই বাধ্য হয়েই পরিবর্ত বিদেশি নেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন। গত মাসেই কোয়েট্টা গ্ল্যাডিয়টর্সের হয়ে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপরই জেসনকে নিয়ে জল্পনা তৈরি হয়। কারণ, ইংরেজ ওপেনার কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করা শুরু করেন। জল্পনাই সত্যি হল। বুধবার নাইট ম্যানেজমেন্ট জেসনের নামই সরকারিভাবে ঘোষণা করেছে। গত বছর গুজরাট টাইটান্স জেসনকে নিলাম থেকে দলে নিয়েছিল। কিন্তু আইপিএল থেকে নাম প্রত্যাহার করে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন ইংল্যান্ডের তারকা ওপেনার। তার আগের বছর ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন জেসন। তবে প্রশ্ন উঠছে, অলরাউন্ডার শাকিবের পরিবর্তে কেন ওপেনার নিল কেকেআর? আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি বিদেশি এবং ওপেন করেন। লিটন দাস আসবেন। তিনিও ওপেন করার পাশাপাশি উইকেট কিপিং করেন। তাই ওপেনার জেসনকে (Jason Roy) দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। জেসনকে দলে নেওয়া প্রসঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ‘‘জেসন টপ অর্ডার ব্যাটসম্যান। ওকে আমরা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। আমার মনে হয়, ওকে যোগ্য খেলোয়াড় হিসেবে আমরা পেয়েছি।’’