খেলা

বিধ্বংসী বুমরা, সামান্য এগোল ভারত

লিডস, ২২ জুন : বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা যখন শেষ হল, তখন ভারত ৯০/২ (India vs England)। রাহুল ৪৭ ও শুভমন ৬ রানে নট আউট আছেন। এরসঙ্গে প্রথম ইনিংসের লিড ধরলে ভারত এগিয়ে ৯৬ রানে। হাতে ৮ উইকেট। লিডস টেস্টের বাকি দু’দিন। পরিস্থিতি বলছে শুভমনরা এগিয়ে এটা বলা যাচ্ছে না। বলা যেত যদি আধ ডজন ক্যাচ না পড়ত। তাহলে ইংল্যান্ড ৪৬৫ (India vs England) রান করতেই পারত না।
আসলে যে লিড অনেক বড় হত, সেটাই শেষমেশ দাঁড়াল ৬ রানে। ভারত প্রথম দফায় এগোল, কিন্তু একগুচ্ছ ক্যাচ ফেলে শিরোনামে যশস্বী, ঋষভরা। যশস্বীকে আলাদা ট্রেনিং দিয়েও শুধরানো গেল না। কম যাননি উইকেটের পিছনে ঋষভ, জাদেজাও। বার্মি আর্মি ইতিমধ্যেই জাদেজাকে আওয়াজ দিয়েছে, কি হে বাপু, তুমি নাকি বেস্ট ফিল্ডার? এই খারাপ ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ইংল্যান্ড ৪৬৫ করেছে। হ্যারি ব্রুকের কপাল খারাপ। ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল। তবে বুমরার যথারীতি ফাইফার। এই নিয়ে কপিলের সমান ১৪ বার। এখানে ৮৩ রানে ৫ উইকেট। প্রসিধের ৩ ও সিরাজের ২।

আরও পড়ুন-ইতিহাসের বিকৃতি ঘটানোর সিনেম্যাটিক রাজনীতি

সকালের দু’ঘণ্টায় ইংল্যান্ড ১১৮ রান তুলেছিল ২ উইকেট হারিয়ে। সংখ্যাটা ৩ হতে পারত। কিন্তু হয়নি জাদেজার বলে ঋষভ ব্রুকের ক্যাচ ফেলে দেন বলে। ব্রুককে জাদেজা বারবার সমস্যায় ফেলেছেন। তবে তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল যখন ঋষভের কাছে গেল, তিনি ধরে রাখতে পারেননি। আগেরদিন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ফিল্ডিংয়ের সমালোচনা করেছেন। এদিন আরও ক্যাচ পড়ল। স্ট্যাম্পের সুযোগও নষ্ট হয়েছে। ফিল্ডিং কোচ টি দিলীপকে ছেঁটে ফেলে পরে আবার জোড়া হয়েছিল। কিন্তু এমন চললে তাঁর কী দরকার দলে!
নট আউট ব্যাটার অলি পোপকে (১০৬) তৃতীয় দিন খেলা শুরু হওয়ার পরই ফিরিয়ে দেন প্রসিধ কৃষ্ণ। তাঁর ব্যাট ছুঁয়ে বল চলে গিয়েছিল ঋষভের হাতে। ব্রুকের সঙ্গে ৫১ রানের পার্টনারশিপ খেলে স্টোকস যখন সবে বিপজ্জনক হচ্ছেন, তখনই সিরাজ তাঁকে ফিরিয়ে দিয়েছেন ২০ রানে। কিন্তু ব্রুক আর স্মিথ (৪০) আর বিপদ বাড়তে দেননি। তবে আগের দিনের মতো এদিনও আম্পায়ারের দেওয়া আউট নাকচ হয়েছে ডিআরএসে। ভাগ্যবান ব্যাটার স্মিথ।
ভারতের খারাপ ফিল্ডিং অব্যাহত ছিল রবিবার। এদিন খেলা শুরুর আগে ফিল্ডিং কোচ আলাদা করে স্লিপ ক্যাচিং করিয়েছেন যশস্বীকে। তাও তিনি স্লিপে ক্রিস ওকসের সহজ ক্যাচ ফেলেছেন। হতভাগ্য বোলার জসপ্রীত বুমরা। যশস্বী ছাড়া ক্যাচ ফেলেছেন জাদেজা, ঋষভ, সুদর্শন। গোটা ছয়েক ক্যাচ পড়ার পুরো সুবিধা নিয়ে গিয়েছে ইংল্যান্ড। আরও পরিষ্কার করে বললে ব্রুক। শেষপর্যন্ত তিনি ৯৯ রান করেছেন। কিন্তু কপাল সঙ্গে না থাকলে বহু আগেই তাঁর ফিরে যাওয়ার কথা ছিল।
বিরক্ত গাভাসকর বলেছিলেন, এদের সেরা ফিল্ডারের মেডেল দেওয়ার দরকার নেই। দিলীপ ম্যাচের পর এটা দেয়। এমন ফিল্ডিং দেখে হতাশ লাগছে। যশস্বী ভাল ফিল্ডার। কিন্তু এখানে বল হাতে জমাতে পারেনি। ইংল্যান্ড ইনিংসে ডাকেট, পোপ, ব্রুক, স্মিথ, ওকস— সবার ক্যাচ পড়েছে। তবে জীবন পেয়েও নতুন বল নেওয়ার পর ব্রুক শতরানের এক রান দূরে আটকে গেলেন। প্রসিধের শর্ট বলে নিচু জ্যাব ফাইন লেগে চলে যায় শার্দূল ঠাকুরের হাতে। পরে ওকস ৩৮ রান করেছেন। ভারতের ইনিংসে দুই আউট হওয়া ব্যাটার যশস্বী (৪) ও সুদর্শন (৩০)। দ্বিতীয় জনের অভিষেক টেস্ট একদম ভাল গেল না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

39 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago