ফেরার প্রস্তুতি বুমরার

Must read

বেঙ্গালুরু, ১৪ সেপ্টেম্বর : পিঠের চোটের জন্য টানা কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ ও টি-২০ বিশ্বকাপের দলে তিনি আছেন এবং তারজন্য বুমরা পুরোদস্তুর প্রস্তুতি শুরু করেছেন বেঙ্গালুরুর এনসিএ-তে। সেখানে কিভাবে চলছে তাঁর প্রস্তুতি, তার একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় স্পিডস্টার। প্রসঙ্গত, বুমরার সঙ্গে এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব করছেন পেসার হর্ষল প্যাটেলও। এদিকে, ভিডিওতে বুমরা (Jasprit Bumrah) লিখেছেন, ‘পরিশ্রম কর, তুমি যা দরকার পাবে। আরও পরিশ্রম কর, তুমি যা চাইবে তাই পাবে’। এই ভিডিওতে বুমরাকে জিম, ওয়েট ট্রেনিং ও শারীরিক কসরৎ করতে দেখা গিয়েছে। তাঁকে বল করতেও দেখা যায়। পিটের চোটে এশিয়া কাপের বাইরে ছিলেন বুমরা। যার ফল ভুগতে হয়েছে রোহিত শর্মাদের। বিশ্বকাপের আগে বুমরা আর ছ’টি ম্যাচ পাবেন নিজেকে প্রস্তুত করে নিতে। ঘরের মাঠে ভারতীয় দল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর।

আরও পড়ুন-জীবনের কোর্ট ছেড়ে বিদায় নরেশের

Latest article