রাজ্যের উদ্যোগ চালু জাতকসেবা

Must read

প্রতিবেদন : রাজ্যে শিশুমৃত্যুর হার কমাতে এবং বিকলাঙ্গ শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নতুন একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের এই নতুন পোর্টালের নাম ‘জাতকসেবা’ (JatakSeva)। নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি থাকলে তা সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম দ্রুত এই পোর্টাল চালু করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গিয়েছে, কয়েকমাস আগে ডায়মন্ড হারবার ও দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় পরীক্ষামূলকভাবে এই পোর্টাল চালু করা হয়েছিল। এবার রাজ্যের সমস্ত জেলার সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পোর্টাল (JatakSeva) চালু হতে চলেছে। দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সদ্যোজাতকে নিয়মমাফিক পরীক্ষা করবেন নিউনেটাল বিভাগের চিকিৎসক। শিশুর কোনও ত্রুটি বা রোগ থাকলে তা নথিভুক্ত করা হবে পোর্টালে। এমনকী ওজন কম থাকলেও তা নথিভুক্ত করা হবে। ওই পোর্টালে বিস্তারিত ভাবে উল্লেখ থাকবে শিশুর মায়ের নাম, ঠিকানা সবকিছুই। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরবর্তীকালে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নবজাতককে রোগমুক্ত করা হবে। স্বাস্থ্য দফতেরর নির্দেশ, নবজাতকের জন্ম বা রোগী মৃত্যু হলে নাম নথিভুক্ত করতে হবে মাতৃমা পোর্টালে।

আরও পড়ুন: পুজোর মরশুমে পথ নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ পুলিশের

Latest article