প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দুই মহিলা ট্রেনযাত্রী। জীবন বাজি রেখে তাঁদের প্রাণ বাঁচালেন স্টেশনে কর্তব্যরত এক আরপিএফ কর্মী। সামান্য দেরি হলেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ব্যান্ডেল স্টেশনের ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিরাট বিপদ ডেকে এনেছিলেন ওই দুই মহিলা। আর একটু হলেই একেবারে ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তাঁরা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লেখার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ শান্তিনিকেতনের লেখক
এই অবস্থায় তাঁদের দেখতে পেয়ে নিজের জীবন বিপন্ন করে দুই মহিলা যাত্রীর প্রাণ রক্ষা করলেন এক আরপিএফ কর্মী। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। ব্যান্ডেল লোকাল ছেড়ে দেওয়ার পর ওই দুই মহিলা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। সেই সময় ওই প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন আরপিএফ কর্মী আশিস সিং। তিনি দেখেন দুই মহিলা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। পরিস্থিতি দেখে ঝাঁপিয়ে পড়েন তিনি। দৌড়ে গিয়ে দুই মহিলাকে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে টেনে তোলেন তিনি।
আরও পড়ুন-পেট্রোল-ডিজেলের পর টোল ট্যাক্সে থাবা কেন্দ্রের
ট্রেনের গার্ড ঘটনাটি বুঝতে পেরেই ট্রেন থামিয়ে দেন। এরপর ওই দুই মহিলাকে নিরাপদে ওই ট্রেনে তুলে দেন আরপিএফ কর্মীরা। আশিস সিংয়ের এই দুঃসাহসিক কাজের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেছে পূর্ব রেলের আরপিএফ বিভাগ। ব্যান্ডেল স্টেশনের এই ঘটনার সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে রেলবোর্ডে। নতুন জীবন ফিরে পাওয়ায় আশিস সিংকে ধন্যবাদ জানিয়েছেন দুই মহিলা যাত্রীও।