প্রতিবেদন: ফের বিতর্কিত ও নিন্দনীয় মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (HM Amit Shah)। মঙ্গলবার কর্নাটকের তেপড়ালে এক জনসভায় অমিত শাহ বলেন, কংগ্রেস কর্নাটকে জিতলে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা এবং সংঘর্ষ হবে। কংগ্রেস রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে। তাদের তোষণের রাজনীতিই রাজ্যে সাম্প্রদায়িক হিংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসে কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar) শাহর মন্তব্যের জবাবে বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে এভাবে হুমকির সুরে কথা বলা উচিত নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ১৫৫ অর্থাৎ প্ররোচনা দেওয়া, নিজের লাভের জন্য হিংসাত্মক পরিস্থিতি তৈরি করার অভিযোগে মামলা রুজু করা উচিত।