পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী

Must read

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল ভারত। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ৯টি জঙ্গিঘাটি ধ্বংস করা হয়েছে। ভারতের কড়া জবাবকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জয় হিন্দ! জয় ইন্ডিয়া।” ভারতের এই বদলায় খুশি দেশবাসী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অপারেশন সিঁন্দুর (Operation Sindoor) – স্থল, বায়ু ও নৌসেনার অভিযান।

আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গি হামলা ২৫ মহিলার সিঁথির সিঁদুর মুছেছিল! ‘OPERATION SINDOOR’ কড়া জবাব ভারতের

ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতি বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। উত্তেজনা বৃদ্ধি আমাদের লক্ষ্য নয়। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক বিবৃতিতে দাবি করেছে। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ন্যায়বিচার মিলল। জয়হিন্দ।’

Latest article