আইসিসির চেয়ারম্যান জয় শাহ

Must read

নয়াদিল্লি, ২৭ অগাস্ট : যাবতীয় জল্পনার অবসান। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। তিনি ছাড়া আর কেউই এই পদের জন্য মনোনয়ন দেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ৩৫ বছর বয়সী জয় শাহ আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বার্কলে। তাই গত কয়েকদিন ধরেই জয় শাহর নাম নিয়ে জল্পনা ছিল। মঙ্গলবার তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল।
এর আগে ভারত থেকে আরও চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। তাঁরা হলেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর। পঞ্চম ভারতীয় হিসাবে চেয়ারম্যান হলেন জয় শাহ (Jay Shah)। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ৬ বছর এই পদেই থাকবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে খুশি জয় শাহ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি আনন্দিত। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি এবং আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটা ভারসাম্যের দরকার। ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও যোগ হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব ক্রিকেটকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তোলা।’’
এদিকে, আইসিসির চেয়ারম্যান হওয়ার সুবাদে বিসিসিআইয়ের সচিব পদ ছেড়ে দিতে হচ্ছে জয় শাহকে। তাঁর এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। পরবর্তী বোর্ড সচিব হিসাবে নাম শোনা যাচ্ছে ডিডিসিএ-এর সভাপতি রোহন জেটলির।

আরও পড়ুন- বিজেপির রাজস্থান-মহারাষ্ট্র-যোগীরাজ্যে চলছে নাবালিকা-ধর্ষণ

Latest article