প্রতিবেদন : দক্ষিণ ভারতে বিজেপির ক্ষমতা কার্যত শূন্য। একের পর এক বিধানসভা নির্বাচনে দক্ষিণের রাজ্যগুলিতে গোহারা হেরেছে নরেন্দ্র মোদির দল। আর এবার নিজেদের সাংগঠনিক দুর্বলতা মেটাতে লোকসভা ভোটের আগে অন্য দল ভাঙিয়ে শক্তিবৃদ্ধির মরিয়া চেষ্টা শুরু করল গেরুয়া শিবির। শুধু উত্তর আর পশ্চিম ভারতের ভরসায় থেকে যে ক্ষমতায় আসা যাবে না তা বুঝেই দল ভাঙানোর খেলা শুরু। এবার তাদের টার্গেট প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকে।
আরও পড়ুন-দিল্লিতে ভারত-বাংলাদেশ বৈঠকে কথা মায়ানমারের পরিস্থিতি নিয়ে
তামিলনাড়ুতে জমি শক্ত করতে রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকের একঝাঁক নেতাকে যোগদান করাল গেরুয়া শিবির। বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী, রাজীব চন্দ্রশেখর এবং এল মুরুগানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এডিএমকে ১৫ জন প্রাক্তন বিধায়ক। সেই সঙ্গে প্রয়াত জয়ললিতার দলের এক প্রাক্তন সাংসদও পদ্ম-শিবিরে শামিল হয়েছেন। বিজেপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, কে ভেদিভেল, এম ভি রত্নম, আর চিন্নাস্বামী এবং পি এস কান্দস্বামীর মতো দ্রাবিড় রাজনীতির পরিচিত মুখেরা। রাজনৈতিক মহলের দাবি, দক্ষিণে জমি হারিয়ে অন্য দল ভাঙিয়ে এভাবেই লোকসভা ভোটে জমি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির।