আড়িয়াদহ-কাণ্ডে গ্রেফতার জয়ন্ত

সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষার পর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

Must read

প্রতিবেদন : রাজ্য পুলিশের বড় সাফল্য। তিনদিনের মাথাতেই আড়িয়াদহ-কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বেলঘরিয়ার কাছে ডানলপ আইএসআই-এর কাছ থেকে গ্রেফতার করা হয় জয়ন্তকে। সোমবার আড়িয়াদহে মা ও ছেলেকে পেটানোর পর থেকেই পলাতক ছিল জয়ন্ত। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফাঁদ পাতে। এরপরেই এদিন তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-অবসরকালীন ভাতা বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের

সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষার পর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে ঘটনায় জয়ন্ত-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিনই ব্যারাকপুর আদালতে তোলা হয় তাকে। গত সোমবার বেলঘরিয়ার আড়িয়াদহের বাসিন্দা এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, কলেজপড়ুয়া সায়নদীপ পাঁজার সঙ্গে পাড়ার ছেলেদের বচসা হয়। ওইদিনই সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন সায়নদীপ। অভিযোগ, তখনই ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও। মারের চোটে সায়নদীপের দাঁত ভেঙে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে জয়ন্ত সিংয়ের নাম।

Latest article