ভারত-পাকিস্তান উত্তেজনায় হস্তক্ষেপে ‘না’ আমেরিকার, সন্ত্রাসবাদের বিরোধিতা করছে চিন

Must read

ভারত-পাকিস্তান (India-Pakistan) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন ভারত-পাকিস্তান অশান্তিতে আমেরিকা সরাসরি কোনও হস্তাক্ষেপ করবে না। এটা আমেরিকার বিষয় নয়। অন্যদিকে চিন জানিয়েছে, জিনপিংয়ের দেশ সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। তবে শান্তি বজায় রাখতে হবে।

ভ্যান্স জানিয়েছেন, “আমরা ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করতে পারি। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-পাকিস্তানের এই অশান্তি কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের মতো কিছু হবে না।

আরও পড়ুন- ব্যর্থ অনুপ্রবেশের ষড়যন্ত্র! সাম্বায় ৭ পাক-জঙ্গিকে খতম করল BSF

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, “আমরা গতকাল ভারত ও পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে চিন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান (India-Pakistan) সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। ভারত এবং পাকিস্তান চিনের প্রতিবেশী। চিন সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার কথা বলছি। রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক আইন মেনে চলার, শান্ত থাকার কথা জানাচ্ছি। বর্তমান উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত।”

Latest article