সংবাদদাতা, বোলপুর : বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গীতাঞ্জলি উৎসব শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান দিয়ে, মঙ্গলবার থেকে। সাংবাদিক বৈঠক করে জানালেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রাজ্যের একাধিক কৃতী শিল্পী অংশ নেবেন। ২৭ তারিখ জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে একটি কমিটি তৈরি করা হয়েছে। তার সভাপতি মনোনীত করা হয়েছে চিত্রপরিচালক গৌতম ঘোষকে। সাংবাদিক বৈঠকে গৌতমের থাকার কথা ছিল, জরুরি কাজে তিনি মুম্বই চলে যাওয়ায় এদিন উপস্থিত হতে পারেননি।
পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীকেও সংবর্ধনা দেব। উনি বিদেশ সফরে রয়েছেন, তাই ওঁর পক্ষে সংবর্ধনা নেবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী বীরভূমের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন, শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, সাধারণ মানুষের দাবিমতো আমরা মুখ্যমন্ত্রীকে সম্মানিত করছি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যে হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কোর কাছে তার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর। পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে যেভাবে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ভূমিহীন করতে চেয়েছিলেন, সেখানেও মুখ্যমন্ত্রী অমর্ত্যর পক্ষে লড়াই করে সুবিচার পাইয়ে দিয়েছেন। এই অনুষ্ঠানে কোনও টিকিটের ব্যবস্থা নেই। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রেক্ষাগৃহ। ফলে সাধারণ মানুষ দুই দিন গীতাঞ্জলি উৎসবে মাততে পারবেন।