প্রতিবেদন : ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্টের দিন জয় দিয়ে সুপার কাপে অভিযান শুরু করল মোহনবাগান। চেন্নাইয়িন এফসি-কে ২-০ গোলে হারাল জোসে ফ্রান্সিসকো মোলিনার দল। জোড়া গোলে বাগানের জয়ের নায়ক জেমি ম্যাকলারেন। বিদেশিহীন চেন্নাইয়িনের বিরুদ্ধে অবশ্য প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। তবু অধরা সুপার কাপের লক্ষ্যে শুরুটা ভাল করে আত্মবিশ্বাস বাড়ালেন জেমিরা।
মাত্র তিন বিদেশি নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন মোলিনা। টম অলড্রেড, আলবার্তো রডরিগেজের পাশাপাশি আপফ্রন্টে ম্যাকলারেনকে রেখেছিলেন মোহনবাগান কোচ। ম্যাচের শুরুতে মুষলধারে বৃষ্টি নামায় মাঠ ভারী হয়ে যায়। তার মধ্যেই মাঝমাঠের দখল নিয়ে বল ধরে খেলার চেষ্টা করেন আপুইয়া, মনবীররা। কিন্তু বিদেশিহীন চেন্নাইয়িন মরিয়া লড়াই ছাড়েনি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে চেন্নাইয়িন প্রথম গোল করে দিতে পারত। কিন্তু ফারুখ চৌধুরীর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিশাল কাইথ একটি নিশ্চিত গোল বাঁচান। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহনবাগান।
আরও পড়ুন-পুরুলিয়ার গ্রাম থেকে স্বপ্নের উড়ানে সফল ভাস্কর
৩৪ মিনিটে লিস্টনের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৩৫ মিনিটে বিশালের সেভে বিপদ কাটে বাগানের। ৩৮ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে মোলিনার দল। ডান দিক থেকে লিস্টনের পাস বক্সে পেয়ে যান ম্যাকলারেন। অস্ট্রেলীয় তারকা চেন্নাইয়িনের লালডিনপুইয়া এবং গোলকিপার নওয়াজকে টপকে গোল করেন। ভারী বৃষ্টির মধ্যেই খেলা চলে।
বিরতির পর সুহেল ভাটকে নামিয়ে আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেন মোলিনা। তবে প্রীতম কোটালের নেতৃত্বে চেন্নাইয়িন রক্ষণ জেমি-লিস্টনদের হতাশ করেন। পাল্টা প্রতিআক্রমণে মোহনবাগান রক্ষণে চাপ বাড়ানোর চেষ্টা করে চেন্নাইয়িন। ৬৭ মিনিটে অবশ্য দুর্দান্ত একটি আক্রমণ থেকে দ্বিতীয় গোল তুলে প্রীতমদের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেয় মোহনবাগান। দ্বিতীয় গোলটিও করেন ম্যাকলারেন। শুভাশিসের পাস থেকে বাঁ-প্রান্তে বল পান মনবীর। তাঁর পাস বক্সে প্রায় ফাঁকায় পেয়ে যান জেমি। বল জালে জড়াতে ভুল করেননি অস্ট্রেলীয় বিশ্বকাপার। এরপর ম্যাকলারেনকে তুলে জেসন কামিন্সকে নামালেও মোহনবাগানের জয়ের ব্যবধান আর বাড়েনি।

