সংবাদদাতা, কোচবিহার : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল পেল আর্থিক অনুমোদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এলে দুই স্কুলের ছাত্রছাত্রীরা অনুরোধ করেছিলেন যাতে তাদের স্কুলের পরিকাঠামো উন্নয়ন হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে স্কুল পরিদর্শন করেছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। জানা গেছে কোচবিহারের জেনকিন্স স্কুলের ক্লাসরুম সংস্কারের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা অনুমোদন করেছে রাজ্য শিক্ষা দফতর। শহরের রাজআমলের এই স্কুলের ক্লাস রুম, স্টাফ রুম দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বেহাল দশা ছিল।
আরও পড়ুন-নদিয়ায় এই প্রথম স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থাকা মহিলাদের ৮ হাজার জনকে ১ লক্ষের ব্যবসা-ঋণ
এছাড়াও জানা গেছে কোচবিহার ২ ব্লকের চকচকা হাইস্কুল-এর জন্য প্রায় ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই টাকায় চারটি রুম, খেলার মাঠ সংস্কার হবে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দুই স্কুলের সংস্কার হবে। ইতিমধ্যে আর্থিক অনুমোদন এসেছে। দ্রুততার সঙ্গে কাজ হবে। জানা গেছে, উত্তরবঙ্গের রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে এসে একদিনের ঝটিকা সফরে ১৭ জুন কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরের দিন মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় মদনমোহন মন্দিরে পুজো দিয়েছিলেন। মন্দিরে যাওয়ার পথে জেনকিন্স স্কুলের ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ফুল হাতে। ছাত্ররা তখন ক্লাসরুম সংস্কারের জন্য আবেদন জানান। এদিকে, মন্দির থেকে গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়ি যাওয়ার পথে চকচকা স্কুলের ছাত্ররা নতুন চারটি ক্লাসরুম ও খেলার মাঠ তৈরির জন্য আবেদন জানায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই স্কুলের পরিকাঠামো উন্নয়নে কাজ শুরু করবে পূর্ত দফতর।