কথা রাখলেন মুখ্যমন্ত্রী, শুরু হল জেনকিন্স স্কুলের সংস্কারের কাজ

Must read

সংবাদদাতা, কোচবিহার : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন কোচবিহার সফরে এসেছিলেন তখন জেনকিন্স স্কুলের (Jenkins School) ছাত্ররা স্কুল বিল্ডিংয়ের সংস্কারের আবেদন জানায়। ছাত্রদের কথা দিয়েছিলেন ভবনের সংস্কার হবে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার কোচবিহার জেনকিন্স স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ পূর্ত দফতরের আধিকারিকেরা৷ এদিন স্কুল পরিদর্শন করে ছাত্রদের সঙ্গে কথা বলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে ছাত্রেরা অনুরোধ করেছিলেন যাতে স্কুলের (Jenkins School) ঘর সংস্কার করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী তাঁকে ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন যাতে তাঁরা স্কুলে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন ও ছাত্রদের সঙ্গে কথা বলেন। কিছু ক্লাস রুমের ছাদ চুঁইয়ে জল পড়ছে৷ পূর্ত দফতরকে এ-ব্যাপারে বলা হয়েছে যাতে পূর্ত দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। স্কুলের শিক্ষক সংখ্যা কম রয়েছে বলে ছাত্ররা জানিয়েছে। সে-ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্কুলের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার হবে৷ জেনকিন্স স্কুলের প্রধান শিক্ষক প্রিয়তোষ সরকার জানান, কিছু ক্লাস রুম ও স্টাফ রুমের ছাদের ফাটলের জন্য জল পড়ছে৷ জেলাশাসক পরিদর্শন করায় তাঁরা খুব খুশি। স্কুল-চত্বরকে আরও পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে স্কুলকে আরও পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নেবেন তাঁরা৷

আরও পড়ুন-চক্রের মাথা কি ধরা পড়বে? নেট পরীক্ষা বাতিল নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

Latest article