বুয়েনস আইরেস, ২৭ জুন : বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোলের জার্সির পর দিয়েগো মারাদোনার আরও একটি জার্সি নিলামে উঠছে। সেটি হল ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ ফাইনালের জার্সি। যে জার্সি গায়ে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন মারাদোনা।
আরও পড়ুন-দেশরক্ষাই এখন স্টাখোভস্কির ‘উইম্বলডন’
নিলামের আয়োজকদের দাবি, ওই ঐতিহাসিক জার্সি মারাদোনা উপহার দিয়েছিলেন আর্জেন্টিনার নামী সাংবাদিক হোসে মারিয়াকে। যিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। জার্সিতে মারাদোনার সইও রয়েছে। তবে হ্যান্ড অফ গড জার্সি নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তার তুলনায় এই জার্সি নিয়ে তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যান্ড অফ গড জার্সির দাম নিলামে উঠেছিল ৯০ লক্ষ ডলার। সেখানে এই জার্সির দাম উঠতে পারে বড়জোর ৪০ থেকে ৫০ হাজার ডলার। তবে এই জার্সি ছাড়াও মঙ্গলবারের নিলামে প্রয়াত মারাদোনার আরও পনেরোটি বিভিন্ন ধরনের জার্সি থাকবে। এই তালিকায় আর্জেন্টিনা ছাড়াও থাকবে বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির জার্সি।